পেঁয়াজের দাম মাত্রাতিরিক্ত । শুধু খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়।
এদিকে, আমদানির ঘোষণা দেওয়া এস আলম গ্রুপের ৫৫ হাজার টন পেঁয়াজ এখনও বন্দরে পৌঁছেনি। তাই বাজারে পেঁয়াজ সংকট কাটছে না বলে মনে করছেন আমদানিকারকরা। শুধু পেঁয়াজই নয় বেড়েছে আদা-রসুনের দামও। চায়না আদা ২০০ টাকা, রসুন ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে শীতকালিন সবজির বাজারও বেশ চড়া। সকালে নগরের পাইকারি বাজার রেয়াজউদ্দিন বাজার ঘুরে জানা যায়, ফুলকপি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০-১২০ টাকা, শিম ১১০, বেগুন ৬০, বরবটি ৫০-৬০ টাকা, ৪০-৫০ বাঁধাকপি, টমেটো ৯০-১০০ টাকায়, মুলা ৪০ টাকা এবং কাঁচামরিচ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। সেই সাথে অপরিবর্তিত রয়েছে মাছ-মাংসের বাজার দর।
নিউজ ডেস্ক /বিজয় টিভি