জাতীয় দক্ষতা বৃদ্ধি শীর্ষক ‘ওয়ার্ল্ড স্কিল ডেভেলপমেন্ট কমপিটিশন’ ২০১৯ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ।
সকালে সচিবালয়ে ওই প্রতিযোগিতায় বাংলাদেশ টিমের লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগামী বছরের আগস্ট মাসে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। যেখানে বিশ্বের অন্যন্য দেশের মতো বাংলাদেশও অংশ নিচ্ছে।
সকালে মন্ত্রিপরিষদের বৈঠকের শুরুতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মজিবুল হক বাংলাদেশের লোগো সংবলিত ক্রেস্টটি প্রধানমন্ত্রীকে উপহার দেন।
এদিকে, সাম্প্রতিক নদীভাঙন নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়ে এই উদ্বেগের কথা জানান তিনি।এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি