জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে, প্যারিস জলবায়ু চুক্তি কার্যকরের উদ্যোগ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রযুক্তিগত সহায়তা চেয়েছেন কৃষি, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায়। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এদিকে, যুক্তরাষ্ট্র সফরের পঞ্চম দিনে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় তাঁর ভাষণ দেয়ার কথা রয়েছে।
এবারের ভাষণে গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট প্রসঙ্গ।সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি