ইউক্রেনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় একটি সামরিক বিমানবন্দর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়।
অ্যান্তোনভ-২৬ নামের ওই বিমানটি পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের কাছে অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়। বিমানটি খারকিভ এয়ার ফোর্স ইউনিভার্সিটি থেকে ক্যাডেট সদস্যদের নিয়ে যাত্রা করেছিল। এটি একটি প্রশিক্ষণে অংশ নিয়েছিল।
জরুরি সেবা বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বিমানটিতে ২৭ জন আরোহী ছিলেন। বিমান বিধ্বস্তের ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছে।
ওই দুর্ঘটনার পর এখনও তিনজন নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে শুক্রবার রাতেই উদ্ধার অভিযান চালানো হয়েছে। কিভাবে ওই বিমানটি বিধ্বস্ত হলো তা এখনও জানা যায়নি। এই ঘটনায় তদন্ত চলছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি