অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রোববার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাত হওয়ার কথা রয়েছে।
গত ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো কোনো মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।
যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ে এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ঢাকা সফরের আগে ডোনাল্ড লু এখন নয়াদিল্লি সফর করছেন।
প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স লিন্ডসে ডব্লিউ ফোর্ড এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি/অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। এছাড়া যুক্তরাষ্ট্রের এ প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি ও মার্কিন বাণিজ্য প্রতিনিধিগণ থাকবেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যান এবং এর মধ্যে দিয়ে দীর্ঘদিন বলপূর্বক ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়।