স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, চট্টগ্রামে বার্ন ইউনিট নিয়ে অনেকদিন ধরে কাজ করছে সরকার। এখানে শিগগিরই পূর্ণাঙ্গ বার্ন ইউনিটের কাজ শুরু হবে।
শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থাপন হতে যাওয়া ১৫০ শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র। এখানে একটা বার্ন ইউনিট স্থাপন আমার স্বপ্ন। আমরা কাজ গুছিয়ে এনেছি। আগামী ২৮ জানুয়ারি প্রি-একনেক মিটিংয়ে বার্ন ইউনিটের বিষয়টি তোলা হবে। এরপর ডিপিপি পাস হলেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। আশা করি, দ্রুত ১৫০ শয্যার বার্ন ইউনিটের কাজ শুরু হবে।
তিনি আরো বলেন, পূর্ণাঙ্গ বার্ন ইউনিট হলে চট্টগ্রামে আগুনে পোড়া রোগীরা উন্নত চিকিৎসা পাবে। এ বার্ন ইউনিটে অত্যাধুনিক আইসিইউ, এইচডিইউ এবং ওটি সুবিধা থাকবে।
এর আগে, চমেকে অত্যাধুনিক সরঞ্জামসহ ৩০ শয্যার আইসিইউ ওয়ার্ড উদ্বোধন শেষে ডা. সামন্ত লাল সেন বলেন, চমেকের ছাত্র হিসেবে এটি উদ্বোধন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এ ইউনিট ভূমিকা রাখবে।