মেজাজ হারিয়ে বিতর্কের মুখে লিওনেল মেসি!, সময়টা লিওনেল মেসির একদমই ভালো যাচ্ছে না। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গ্যালারিতে বসে ইন্টার মায়ামির টানা তিন হার দেখতে হয়েছে তার। আবার ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা মেসির গোলেও কলোরাডো র্যাপিডের বিপক্ষে জিততে পারেনি মায়ামি। ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
এতসব ব্যর্থতার ভিড়েই এবার অভিযোগ উঠেছে আর্জেন্টাই মহাতারকার বিরুদ্ধে, তাও আবার অসদাচরণের অভিযোগ। সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, মেক্সিকান ক্লাব মন্টেরের বিপক্ষে ম্যাচে মেসি নাকি প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে চিৎকার-চেঁচামেচি করেছেন!
গত ৪ এপ্রিল কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মন্টেরের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। সে ম্যাচে ২-১ গোলে হেরেছে ফ্রোরিডার ক্লাবটি। সেদিন চোটের কারণে মাঠে না নামলেও বিশ্বকাপজয়ী এই ফুটবলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে মেক্সিকান ক্লাবটি। মন্টেরের দাবি, মেজাজ হারিয়ে আর্জেন্টিনার অধিনায়ক তাদের ড্রেসিংরুমে চলে গিয়েছিলেন। শুধু তাই নয়, বাজে ভাষায় চিৎকার চেঁচামেচি করেছেন বলেও অভিযোগ করে মেক্সিকান ক্লাবটি।
মেসির পাশাপাশি লুইস সুয়ারেজ, জর্ডি আলবারাও সেদিন ক্ষুব্ধ হয়ে মন্টেরের ড্রেসিংরুমের দিকে তেড়ে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে নাকি ইতোমধ্যে আনুষ্ঠানিক অভিযোগও করেছে মেক্সিকান ক্লাবটি।
আড়ও পড়ুন: সোমবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
মেজাজ হারিয়ে বিতর্কের মুখে লিওনেল মেসি!, এদিকে, মেসির এই ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখে পড়তে হয় ইন্টার মায়ামির সহকারী কোচ জাভি মোরালেসকে। তিনি অবশ্য ঘটনার সত্যতা সরাসরি অস্বীকারও করেননি; বরং কৌশলে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
আগামী বুধবার মন্টেরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে ইন্টার মায়ামি। মেসির এই কাণ্ডের পর সেই ম্যাচটিতে বাড়তি উত্তেজনা ছড়াবে বলে ধারনা করছেন দর্শকরা।