বলিউডের জনপ্রিয় পরিচালক ফারাহ খান ও অভিনেতা শাহরুখ খান একসঙ্গে প্রথম কাজ করেছিলেন ২০০৪ সালের ব্লকবাস্টার সিনেমা ‘ম্যায় হু না’-তে। দর্শকদের ভালোবাসা ও বক্স অফিসে সফলতার পর থেকে এই জুটির প্রতিটি যৌথ প্রকল্পই ব্যবসাসফল হয়েছে। পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানা গেছে, ফারাহ খান এবার ‘ম্যায় হু না টু’ নিয়ে পরিকল্পনা করছেন। শোনা যাচ্ছে শাহরুখ ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সিনেমাটি প্রযোজনা করতে পারে।
শাহরুখ ইতোমধ্যেই সিনেমাটির প্রাথমিক ধারণা শুনেছেন এবং এটি তার পছন্দও হয়েছে। তবে তিনি জানিয়েছেন, কেবলমাত্র শক্তিশালী চিত্রনাট্যের ভিত্তিতেই সিকুয়েল করবেন। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে তিনি প্রথম চিত্রনাট্য শুনবেন এবং এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এর আগে শাহরুখ ও ফারাহ একসঙ্গে ‘ওম শান্তি ওম’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’-এ কাজ করেছেন। প্রতিটি সিনেমায় বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। ভক্তরা তাদের নতুন সিনেমা দেখার আগ্রহ একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।
অন্যদিকে, শাহরুখ বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে মেয়ে সুহানা খানকেও। সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।