বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ইংল্যান্ডের লন্ডনে অবস্থান করছেন। গতকাল তিনি হামজা চৌধুরীর লেস্টার সিটির ম্যাচ দেখতে কিং পাওয়ার স্টেডিয়ামে গিয়েছিলেন। লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচের পর হামজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি।
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের পাশাপাশি নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজও এই মুহূর্তে লন্ডন অবস্থান করছেন। দুই জনই গতকাল লন্ডন থেকে লেস্টারে গিয়ে হামজার খেলা দেখেছেন। লন্ডন থেকে লেস্টার ২ ঘণ্টার বেশি দূরত্ব। ইংল্যান্ড সময় সন্ধ্যা সাড়ে সাতটায় লেস্টার ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ ছিল।
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী সম্প্রতি ফুটবলে তার এসোসিয়েশন ইংল্যান্ড পরিবর্তন করে বাংলাদেশ করেছেন। ফিফার সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজার অভিষেক হওয়ার কথা। গতকাল বাফুফে সভাপতি সৌজন্য সাক্ষাতে সেই ম্যাচের প্রস্তুতি নিয়ে সামান্য আলোচনা হয়েছে বলে জানা গেছে।