নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গড়তে বিভিন্ন প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছেসহ সড়ক ও সেতু মন্ত্রনালয় আইন মন্ত্রনালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন ১৪দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠন শীর্ষক’ গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। ১৪দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাজাহান খান, হাসানুল হক ইনু বিরোধী দলের চীপ হুইপ মশিউর রহমান রাঙ্গা, বিআরটিএর সভাপতিসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি