সোনালী আঁশের সোনার দেশ,মুজিব বর্ষে বাংলাদেশ” এবারের এই স্লোগানের বাস্তবিক অর্থে রুপ দিয়েছে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার কৃষকেরা।
একদিকে কৃষকেরা পাটের আঁশ ছারাতে ব্যস্ত অন্যদিকে পাট শুকাতে নারীর অংশগ্রহণ ছিল চোখে পরার মত।
পাট চাষে বর্তমানে লাভ বেশি হওয়ায় ফিরিয়েছে পাটের সেই সোনালী দিন,ফুটিয়েছে কৃষকের মুখে হাসি।ভাল দাম পাওয়ায় আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকেরা আবার ঝুকেছে পাট চাষে। এবছর কুমারখালী ও খোকসা উপজেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা এখন পাটের আঁশ ছারাতে ও শুকাতে ব্যস্ত সময় পার করছে। প্রতি মণ পাট ২ হাজার ৫ শত টাকা থেকে ৩০০০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এ দিকে পাটের দাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে কৃষকেরা।
উপজেলাদ্বয়ের কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবছর এই দুটি উপজেলায় মোট ৯ হাজার ৬৮৩ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ২ হাজার হেক্টর বেশি।
এ বিষয়ে কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বলেন, কৃষকদের পাট চাষে উদ্ভুদ্ধ করার লক্ষে এবছর ২৪ শত জন চাষীর মাঝে বিনামূল্যে পাটের বীজ ও সার সময় মত সরবরাহ করায় এবং রোগবালাই কম থাকায় পাটের বাম্পার ফলন হয়েছে। আগামীতে পাটের চাষ আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।