প্রাচীন শিল্প নগরী কুমারখালীতে আধুনিক বিসিক শিল্প পার্ক নির্মাণ এখন সময়ের দাবী বলে মন্তব্য করেছেন বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান(এনডিসি)।
দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে আধুনিক বিসিক শিল্প পার্কের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন শেষে বিসিক চেয়ারম্যান এ মন্তব্য করেন। প্রাচীন শিল্প নগরী নামে খ্যাত কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আলাউদ্দিন নগর,নন্দলালপুর ও কড়াতকান্দী নামক এই তিনটি প্রস্তাবিত জায়গা বিসিক শিল্প পার্কের জন্য পরিদর্শন করেন বিসিক চেয়ারম্যান। প্রাথমিক পর্যায়ে ২ শত থেকে ৫ শত একর জমি অধিগ্রহণ করা হবে,জায়গা নির্ধারণ হলে তিন বছরের মধ্যেই শিল্প পার্কের কাজ সম্পুর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিসিকের কুষ্টিয়া জেলা উপ-ব্যবস্থাপক সোলায়মান হোসেন,অর্জুন কুমার বিশ্বাস,প্রমোশন অফিসার(কুষ্টিয়া বিসিক),গ্রামীণ অটো ফ্লাওয়ার মিলস এর ব্যবস্থাপনা পরিচালক ইমরান খানসহ আরো অনেকেই।
সেই প্রাচীন আমল থেকেই দেশ বিদেশে এই উপজেলাটি শিল্প-বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। আধুনিক বিসিক শিল্প পার্ক নির্মাণ হলে কাপড়ের ব্যবসার জন্য প্রসিদ্ধ এই এলাকার ব্যবসায়ীদের একিই প্লাটফর্ম তৈরী হবে সাথে সাথে লাখো মানুষের কর্ম-সংস্থানও সৃষ্টি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।