শ্রাবণের শেষে বৃষ্টিতে জমি তৈরি, বীজতলা থেকে চারা সংগ্রহ ও জমিতে ধান রোপণে ব্যস্ত হবিগঞ্জের কৃষকরা। ভোর হলেই ছুটছেন মাঠের দিকে। ভাটিয়ালী, ভাওয়াইয়া গানের সুরে সুরে মনের আনন্দে কাজ করছেন তারা।
কেউবা চারা তুলছেন, আবার কেউ চারা রোপন করছেন। এদিকে, করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় অনেক শিক্ষার্থীই আবার বাবার কাজে সহযোগিতা করছেন আমন রোপণে। তবে, কৃষকদের দাবি, করোনার কারণে সার ও বীজ উচ্চমূল্যে ক্রয় করলেও ধান বিক্রির সময় যেন ন্যায্য দাম পান তারা।
এদিকে, আমন ধানের ব্যপক ফলনের লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরণের সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তমিজ উদ্দিন খান।
এবার, চলতি মৌসুমে, হবিগঞ্জ কৃষি অঞ্চলের ৯টি উপজেলায় ৮৯ হাজার ৯১ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।