চালের শুল্কহার কমানোর ঘোষণায় পাইকারি বাজারে চালের দাম বস্তাপ্রতি ১৫০ টাকা পর্যন্ত কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি-বেসরকারি পর্যায়ে মজুত বাড়ানোর ফলে, বাজারে প্রভাব পড়ার আশঙ্কায় দাম কমিয়েছেন মিলার ও মজুতদাররা।
তবে, খুচরা বাজারে আগের বাড়তি দামেই চাল বিক্রি করা হচ্ছে। গতকাল, পাইকারি মোকামে বেতি আতপ চাল বিক্রি হয়েছে বস্তাপ্রতি ২৩শ’ টাকা, বেতি- ২৮ চাল ২৪শ’ টাকা, বেতি-২৯ চাল ২২শ’ টাকা। অন্যদিকে, নূরজাহান সিদ্ধ মানভেদে বিক্রি হচ্ছে ২১শ’ ও ২২শ’ টাকায়।
এছাড়া, জিরাশাইল বস্তাপ্রতি ২ হাজার ৮৫০ টাকা, মিনিকেট আতপ ২ হাজার ৪৫০ টাকা, মিনিকেট সিদ্ধ ২৩শ টাকায় বিক্রি হচ্ছে।