লাইসেন্সবিহীন কুরিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক আদান-প্রদানসহ কোনো ধরনের সেবা নিতে পারবে না ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান।
লাইসেন্সবিহীন কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো ধরনের ডাক আদান-প্রদান না করার সরকারি নির্দেশনা থাকলেও তা মানছে না কোনো কোনো ব্যাংক।
এমন প্রেক্ষাপটে এসব প্রতিষ্ঠানের সঙ্গে ডাক আদান-প্রদান থেকে বিরত থাকার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। গতকাল, এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বলে সার্কুলারে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।