মাদারীপুর জেলার কয়েক হাজার কৃষক এবার তাদের জমিতে করেছেন কলার আবাদ। প্রতিটি গাছে ঝুলছে সবরি, কবরি ও সাগরসহ বিভিন্ন প্রজাতির কলা।
ভোর হলেই এসব বাগানে শ্রমিক-মালিকদের বেড়ে যায় ব্যস্ততা। স্থানীয় চাহিদা পূরণ করে এখানকার উৎপাদিত কলা চলে যায় রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায়। এতে আর্থিকভাবে লাভবান হবার পাশাপাশি ভাগ্য ফিরেছে অনেকের। আর এসব কাজে সহযোগিতা করছেন পরিবারের নারী সদস্যরাও।
মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন জানান, অনাবাদি জমিতে কলা চাষে কৃষকদের আগ্রহী করতে দেয়া হচ্ছে নানা পরামর্শ। সেই সাথে তাদের নিয়মিত প্রশিক্ষণের আওতায়ও আনার ব্যবস্থা করা হচ্ছে।
কলা চাষে প্রতি হেক্টর জমিতে ৩৫ থেকে ৪০ হাজার টাকা উৎপাদন খরচ হয়। আর প্রতি হেক্টরে আয় হয় প্রায় লাখ টাকা।