চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা বিভিন্ন মডেলের দশটি জাপানি গাড়িসহ ৯৩ লট পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস। আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসব পণ্যের নিলাম।
এর আগে, গত ২৬ আগস্ট, ৮৭ লট পণ্য নিলামে তোলা হয়েছিল। চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার মো. আল আমিন বলেন, কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলমের নির্দেশনায় নিলামের গতি বাড়ানো হয়েছে। প্রতি মাসে দুই থেকে তিনটি নিলাম ডাকার চেষ্টা করা হয়। আগামী বৃহস্পতিবারও বেলা আড়াইটায় ৯৩ লট পণ্য নিলামে তোলা হবে জানান তিনি।