ভারতের বিভিন্ন প্রদেশে অতিবৃষ্টির কারণে পেঁয়াজের উৎপাদন কম হয়েছে। ফলে, বুকিং রেট বাড়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম বেশি পড়ছে।
এদিকে, ভারতীয় পেঁয়াজের দাম বাড়ায় খুচরা ব্যবসায়ীরা মিয়ানমারের পেঁয়াজের দিকেই ঝুঁকেছিলেন। কিন্তু, চাহিদা বেড়ে যাওয়ায় মিয়ানমারের পেঁয়াজও আগের মত স্থিতিশীল অবস্থানে নেই। সব মিলিয়ে খাতুনগঞ্জে সব ধরনের পেঁয়াজের দামই এখন আকাশছোঁয়া।
খাতুনগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে, ভারতীয় পেঁয়াজ কেজিতে বেড়েছে ১৮ থেকে ১৯ টাকা, অপরদিকে মিয়ানমারের পেঁয়াজ বেড়েছে ২০ থেকে ২২ টাকা। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আমদানিও কিছুটা কমিয়েছেন খাতুনগঞ্জের পেঁয়াজের প্রায় দু’শ আড়তদার।