শেষ মুহুর্তে জমে উঠেছে পিরোজপুরের মিষ্টি আমড়ার বাজার। এবছরও জেলায় আমড়ার বাম্পার ফলন হয়েছে।
জেলার সাত উপজেলায় আমড়ার চাষ হলেও স্বরুপকাঠি, নাজিরপুর, কাউখালী ও মঠবাড়িয়ায় বেশি পরিমাণে চাষ হচ্ছে।
ব্যবসায়ী ও চাষিরা জানান, মৌসুমে প্রতিদিন ৪৫-৫০ টন আমড়া যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রতি বস্তা ও ক্যারেট করে প্রতিদিন ১৫ থেকে ২০ টন আমড়া শুধুমাত্র রাজধানী ঢাকাতেই চালান করেন তারা। তবে, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর যথাযথ সংরক্ষণের অভাবে প্রতি বছর লাখ লাখ টাকার আমড়া নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ী ও চাষিদের। ভালো ফলনেও আমড়ার উপযুক্ত দাম দাম না মেলায় বরাবরই লাভের মুখ থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
এদিকে, তাই স্থানীয় জনপ্রতিনিধিরাও দাবি জানান, এ অঞ্চলের উৎপাদিত আমড়া সংরক্ষণে জরুরি ভিত্তিতে একটি হিমাগার নির্মাণের।