মৌলভীবাজারে শুরু হয়েছে আগাম জাতের রোপা আমন ধান কাটার উৎসব।
জেলার রাজনগর, বড়লেখাসহ অন্যান্য উপজলার জমিগুলোতে শোভা পাচ্ছে আগাম জাতের রোপা আমন ধান। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ব্রি ৪, ব্রি ৭৫, ব্রি ৭১ সহ অন্যান্য আগাম ও উফশী জাতের ধানের ফলন বেশ ভালো। বর্তমানে তাই এই ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
তবে, করোনা পরিস্থিতির কারণে বাজারে ধানের নায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা ।
এদিকে, সকল প্রতিকূলতা কাটিয়ে এই জাতের ধান চাষ দেশের কৃষি অর্থনীতির পাশাপাশি কৃষকের অর্থনৈতিক পরিবর্তন ঘটাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষি কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ১ হাজার ৪২৫ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে। যা গত বছরের চেয়ে ৪২৫ হেক্টর বেশি।