কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবী নিহত ব্যক্তি মাদকব্যবসায়ী।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মেরিন ড্রাইভ সড়কের পরিত্যক্ত মাছের হ্যাচারী পাশে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দিল মোহাম্মদ প্রকাশ দিলু। ঘটনাস্থল থেকে ৬টি এলজি বন্দুক, ১৩ রাউন্ড কার্তুজ ও ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি