অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা জাহেদুর রহমান জাহিদ। এর মাধ্যমে একাদশ সংসদে বিএনপি থেকে নির্বাচিত প্রথম কেউ শপথ নিলেন।
দুপুরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কক্ষে শপথ নেন তিনি। এর আগে, সকালে জাহিদুর রহমান শপথ নেওয়ার বিষয়ে তাঁর আগ্রহের কথা জানিয়ে স্পিকারকে চিঠি দেন। গত ২৯ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন থেকে বিএনপি প্রার্থী জাহিদুর রহমান জাহিদ ধানের শীষ প্রতীক নিয়ে ৮৮ হাজার ৫১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি