নতুন ভ্যাট নিবন্ধন, অনলাইনে রিটার্ন দাখিল, ভ্যাট চালান ইস্যুতে ব্যবসায়ীদের সরাসরি সেবা দিতে চট্টগ্রামের ১৫টি শপিংমল ও মার্কেটগুলোতে ভ্যাট বুথ স্থাপন করছে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
আজ ও কাল এসব বুথ স্থাপন করবে সরকারের গুরুত্বপূর্ণ আর্থিক এ প্রতিষ্ঠানটি। এর ধারাবাহিকতায় দুপুরে, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম আগ্রাবাদ বিভাগের উদ্যোগে নগরীর টেরী বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে স্থাপন করা হয়েছে ভ্যাট বুথ।
বুথের উদ্বোধন করেন ডেপুটি কমিশনার বিভাগ ও বিভাগীয় কর্মকর্তা ফাতেমা খায়রুন নুর, কোতোয়ালি সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবুল খায়ের আর ও টেরি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আমিনুল হকসহ আরও অনেকে। সকাল ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভ্যাট বুথের কার্যক্রম চলবে।