নিউজ ডেস্ক / বিজয় টিভি
নানা আয়োজনের মধ্য দিয়ে দেশ জুড়ে পালিত হচ্ছে আইন সহায়তা দিবস।
এবছরের প্রতিপাদ্য বিষয় ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’ স্লোগানে জামালপুরের বকুলতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্ভোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম।
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এছাড়া আদালত প্রাঙ্গনে বসেছে আইনী পরামর্শ ও সহায়তা নিয়ে মেলা। আলোচনা সভায় প্রধান অতথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সাংসদ আমির হোসেন আমু। ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে.এম কামরুজ্জামান সেলিম। পরে র্যালি ও মেলার উদ্বোধন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায়ও র্যালি ও আলোচনা সভায় পালিত হচ্ছে দিবসটি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি