চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে আজ থেকে ৫ দিন ব্যাপি ‘বঙ্গবন্ধু বই মেলা ২০১৯’ শুরু হয়েছে।
সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাদুঘরের কিউরেটর প্রফেসর ড. ভূঁইয়া ইকবাল। অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ সহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি