বছরের প্রথম দিন ১ জানুয়ারিতে শিক্ষার্থীরা সব বই পাবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যে কয়টি বই বাকি থাকবে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে। আমাদের এখন পর্যন্ত হিসাব অনুযায়ী শুরুতে ৯৫ শতাংশ বই পাবে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে এলাকায় প্রিন্টিং প্রেস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় বই উৎসব হচ্ছে না। তবে নতুন বছরের ৯৫ শতাংশ বই তৈরি হয়ে গেছে। বর্তমানে সেগুলো স্কুল পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে। বাকি ৫ শতাংশ বই জানুয়ারির প্রথম সপ্তাহে স্কুলগুলোতে পৌঁছে দেওয়া হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও আগের মতো আংশিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করানো হবে। যা আগামী মার্চ পর্যন্ত বহাল থাকবে।
তিনি বলেন, আগামী মার্চ পর্যন্ত করোনার নতুন ধরন ওমিক্রন পরিস্থিতি মনিটরিং করা হবে। সেটি নিয়ন্ত্রণে থাকলে মার্চের পর স্বাভাবিক পাঠদান শুরু করা হবে। সে পর্যন্ত বর্তমান নিয়মে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে।