গভীর নিম্নচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে বেড়িবাঁধ ভেঙ্গে চট্টগ্রামের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
ইপিজেড থানার আকমল আলী রোড এলাকা, আনোয়ারার গহিরা, সন্দ্বীপসহ নিম্নাঞ্চলের লোকালয়ে ঢুকে পড়েছে পানি। ভেসে গেছে ঘর-বাড়ি, চিংড়ি ঘের ও ফসলের জমি। এদিকে পাহাড় ধসের শঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বাস করা লোকজনকে সরিয়ে নিতে অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নগরে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়েছে। যে কোনো সময়ে পাহাড় ধসের মতো ঘটনার শঙ্কা রয়েছে। তাই আগাম সতর্কতার অংশ হিসেবে ১৭টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের বাসিন্দাদের সরিয়ে নিতে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। পাশাপাশি এসব পাহাড়ে গ্যাস-বিদ্যুৎ ও পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি