শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে স্পিডবোট ডুবির ঘটনায় কলেজ ছাত্রসহ ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৩ এ।
পুলিশ জানায়, ঘূর্নিঝড় ফনির প্রভাবে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটা থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে লঞ্চ ও স্পীডবোট চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।
নিষেধাজ্ঞা অমান্য করে রাত সাড়ে ৮ টার দিক শিমুলিয়া ঘাট থেকে ২০ জন যাত্রী নিয়ে কাঠালবাড়ি ঘাটে রওনা করে একটি স্পীডবোট। বোটটি কাঠালবাড়ি ৪ নং ফেরি ঘাট এলাকায় আসলে বিপরীতমুখী ট্রলারের সাথে ধাক্কা লেগে হতাহতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিবচর থানায় মামলা হলে ১০ স্পীডবোট চালককে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি