রমজানে বাজার নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধে রাজধানীর উত্তর সিটি করপোরেশনের আয়োজনে এক মতবিনিময় সভা হয়েছে।
বিকেলে উত্তর সিটির মেয়রের কার্যালয়ে সভায় উপস্থিত হয়ে বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি ব্যবসায়ীদের প্রতি রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান।
সভায় উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পন্য বিক্রি ও খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রতিটি দোকানে মূল্য তালিকা টানিয়ে রাখা বাধ্যতামূলক বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। এছাড়া, খাদ্যে ভেজাল রোধে মাঠে তৎপর থাকার কথা জানান র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, ঢাকা উত্তরের কাউন্সিলর সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি