বাংলাদেশে আরো বেশি এলএনজি সরবরাহ করার জন্য কাতার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত কাতারের নতুন রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি এখানে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানিয়ে কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য পারিবারিক ভিসা সহজতর করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর জন্য আকর্ষনীয় বেতন ও কাজের পরিবেশ দেয়ার জন্য তিনি কাতার সরকারকে ধন্যবাদ জানান।
মন্ত্রী রাষ্ট্রদূতকে জানান যে, বাংলাদেশ কাতারের আমিরকে বাংলাদেশে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছে।
তিনি সুবিধাজনক সময়ে তাঁর সফরের ব্যবস্থা করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।
ড. মোমেন বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রদূতের মেয়াদকালে বাংলাদেশ ও কাতারের মধ্যে বিশেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারিত হবে।