চাঁদপুরের হাজীগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ফারুক হোসেন হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর মুন্সি বাড়ির মৃত আনোয়ার হোসেনের ছেলে। দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই আদেশ দেন। একই সাথে আসামী ফারুক হোসেনকে ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। অন্যদিকে, মামলার অন্যতম অভিযুক্ত আসামী শ্বাশুড়ি মনি বেগমকে বেকসুর খালাস দিয়েছে আদালত। ২০১৫ সালের ২৯ জুন যৌতুকের দাবীতে আকলিমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি