এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
গত বছর এ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫০ হলেও এবছর পাসের হার দাঁড়িয়েছে ৭৮ দশমিক ১১ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৯৩ জন। গতবার এ সংখ্যা ছিল ৮ হাজার ৯৪। আজ সকাল সাড়ে ১১টায় শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবু তাহের সহ আরো অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি