কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
মঙ্গলবার (০৭ জুন) সকাল থেকে বাংলাদেশ ফেডারেশন অব সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ডাকে সারা দেশের সাথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এই কর্মবিরতি শুরু হয়। কর্মবিরতির ফলে বন্দর দিয়ে অন্তত ৩ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। তবে বন্দর দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা সাংবাদিকদের জানান, জাতীয় রাজস্ব বোর্ডের মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা-২০২০ এবং পণ্য চালান শুল্কায়নে এইচএস কোড ও সিপিসি নির্ধারণে প্রণীত বিতর্কিত আইন বাতিলের দাবিতে সারাদেশেই কর্মবিরতি চলছে।