গত জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ।
মঙ্গলবার (১৯ জুলাই) মূল্যস্ফীতির এ হালনাগাদ তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস।
এতে বলা হয়, গত মাসে দেশে শুধুমাত্র খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশে। আর খাদ্যপণ্যের বাইরে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৩৩ শতাংশ। এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, খাদ্যপণ্য কিনতেই দেশের মানুষকে সবচেয়ে বেশি চাপে পড়তে হচ্ছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, জুন শেষে গ্রামাঞ্চলে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৩ শতাংশ। আর শহরাঞ্চলে এ হার ৭ শতাংশের ওপরে। ফলে শহরের তুলনায় গ্রামের মানুষকে হিমশিম খেতে হচ্ছে, খাদ্যপণ্য ক্রয়ে।
এদিকে অর্থনীতিবিদরা বলছেন, জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলেও মজুরি না বাড়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।