দ্রুত আমদানি পণ্য খালাস করতে গত ১৩ জুলাই, বন্দর ব্যবহারকারীদের কাছে চিঠি পাঠায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চিঠিতে চারগুণ বাড়তি মাশুল আদায়ের হুশিয়ারিও দেয়া হয়।
রোববার (১৭ জুলাই) থেকে খুলেছে কারখানাও। তবে, কারখানার চাকা ঘুরলেও পণ্য খালাসে বেশ অনীহা দেখা গেছে আমদানিকারকদের। দিনে দিনে বন্দরের ইয়ার্ডে বাড়ছে কনটেইনারের স্তূপ।
চারদিন আগে ৪০ হাজারের বেশি কনটেইনার থাকলেও এখন পর্যন্ত বন্দরের ইয়ার্ডে জমেছে ৪৪ হাজার ৬২১ টিইইউএস কনটেইনার। এদিকে, চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা আমদানি পণ্য দ্রুত খালাস নিতে আমদানিকারকদের অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।