নিউজ ডেস্ক / বিজয় টিভি
টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ২টি অস্ত্র ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি প্রদীপ কুমার দাশ জানান, আটক সিরাজ মিয়াকে নিয়ে ১৫ মে নাফ নদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অভিযানে গেলে সন্ত্রসীরা আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে বিজিবি ও পুলিশের দুই সদস্য আহত হয়। এসময় আসামী সিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। মৃতদেহটির ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি