দিন যতই যাচ্ছে, ততই যেন বৈধপথে প্রবাসী আয় ধারাবাহিকভাবে কমছে। রেমিট্যান্স বাড়াতে সরকারের পক্ষ থেকে শর্ত শিথিল ও চার্জ ফি মওকুফসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও তা কোনো কাজেই আসছে না। সেই ধারাবাহিকতায় এবার চলতি নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৪ কোটি ৭১ লাখ মার্কিন ডলার।
গতকাল বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, নভেম্বরের ২৫ দিনে ১৩৪ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এ হিসাবে প্রতিদিন গড়ে ৫ কোটি ৩৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে।
আর এই ধারা অব্যাহত থাকলে নভেম্বর মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াবে ১৬০ কোটি ডলার। যা আগের মাসের চেয়ে কিছুটা বেশি হলেও চলতি বছরের শুরু থেকে কম। ফলে আপাতত প্রবাসী আয়ে বড় ধরনের ধস না নামলেও তা বৃদ্ধি নিয়ে কোনো সম্ভাবনা দেখছেন না অর্থনৈতিক বিশ্লেষকরা।