মেক্সিকোর অভিবাসন বন্দিশিবিরে অগ্নিকাণ্ডের তদন্তে ৮ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।সোমবার (২৭ মার্চ) স্থানীয় সময় সকালে মেক্সিকোর মার্কিন সীমান্তবর্তী সিউদাদ জুয়ারেজ শহরের অভিবাসন বন্দিশিবিরে অগ্নিকাণ্ডে অন্তত ৩৮ জন নিহত হয়।
সোমবারের এই অগ্নিকাণ্ডকে হত্যাকাণ্ড হিসেবে দেখছে দেশটির আইন শৃঙ্খলাবাহিনী। সন্দেহভাজনদের ৫ জনই সিউদাদ জুয়ারেজের নিরাপত্তা প্রহরীর কাজ করতো।মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে যাওয়া অভিবাসীদের অগ্নিকাণ্ডের সময় মুক্ত না করার কারণে চাপের মুখে পড়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেন, ‘অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।’
কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের সময় শিবিরে ৬৮ জন অভিবাসী ছিলেন যাদের বেশিরভাগই গুয়েতেমালার নাগরিক। এছাড়া সেখানে কলম্বিয়া, ইকুয়েডর, এল সালভাদোর, হন্ডুরাস ও ভেনেজুয়েলার নাগরিকেরা ছিলেন।
আহতের সংখ্যা স্পষ্ট করে প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে ২৮ জনের মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া গেছে। টুইটারে প্রকাশিত বন্দিশিবিরের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আগুন লাগার পরে মাত্র একজন কক্ষটির দরজা খোলার চেষ্টা করছিলেন, বাকি নিরাপত্তা রক্ষীরা আগুনের কারণে ভয়ে ছোটাছুটি করে স্থান ত্যাগ করে।