রাজধানীর যাত্রাবাড়ীতে হাসেম রোড এলাকায় ঠিকানা পরিবহন বাসের ধাক্কায় মো. সেলিম (২৬) নামে এক বাসচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জুন) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহতকে নিয়ে আসা বন্ধু রাজিব জানান, সেলিম সময় পরিবহন গাড়ির চালক ছিলেন। রাত ২টার দিকে গাড়ি দেখে সেলিম ও তার হেল্পার রিকশায় বাসায় যাওয়ার সময় পেছন থেকে ঠিকানা পরিবহন সজোরে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা তারা দুজন ছিটকে পড়ে যায়। হেল্পার সামান্য আহত হলেও সেলিম গুরুতর আহত হয়।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। বর্তমানে শনিআখড়া এলাকায় থাকতেন। এই ঘটনায় গাড়ির চালক থানায় আটক রয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।