চলতি জুলাই মাসের প্রথম ২৮ দিনে, ১৭৪ কোটি ৯২ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
দেশীয় মুদ্রায় যার পরিমাণ, ১৮ হাজার ৯৭৮ কোটি ৮২ লাখ টাকা। চলমান এ ধারা অব্যাহত থাকলে, মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ দুই বিলিয়ন ডলার ছাড়াবে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তথ্যমতে, চলতি মাসের প্রথম ২৮ দিনে, রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে, ২১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার।
দুটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪৭ কোটি ৬ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার।