ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগর ও মেঘনা নদীর নিঝুম দ্বীপ, সূর্যমুখী ও বুড়িরদোনা এলাকায় চারটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলো থেকে ৫৭ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় আরিফ হোসেন নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা যায়নি ডুবে যাওয়া ট্রলারগুলোর।
বুধবার (২ আগস্ট) সকাল পর্যন্ত নিখোঁজ জেলের কোনও সন্ধান পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এসব ট্রলারডুবির ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত নিরাপদ স্থানে উদ্ধার করে আনা হয় ডুবে যাওয়া ট্রলারের ৫৭ জন মাঝি ও জেলেকে।
নিখোঁজ আরিফ হোসেন বুডিরচর জোড়খালী গ্রামের খবির উদ্দিনের ছেলে। তিনি সিরাজ ডুবাইর ট্রলারের জেলে ছিলেন।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার প্রবীর কুমার পিও বলেন, সাগরে একাধিক ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে নিঝুম দ্বীপে দুটি ট্রলারের জেলেদের উদ্বার করেছেন স্থানীয় জেলেরা। সূর্যমুখী ঘাটের একটি ট্রলার নয় মাঝি-মাল্লাকেও উদ্ধার করা হয়েছে। এছাড়া বুড়িরদোনা ঘাটের একটি ট্রলারের ইঞ্জিন সাগরে বিকল হলে কোস্টগার্ড সদস্যরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসে।
উল্লেখ্য, লঘুচাপের কারণে ৩ নম্বর সর্তকতা সংকেত থাকায় হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বেড়েছে। প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপসহ হাতিয়ার বেশ কিছু নিম্নাঞ্চল। হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।