বন্ধু-স্বজন-দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে নিজের অভিনীত সিনেমা প্রিয়তমা দেখলেন শাকিব খান। তবে বাংলাদেশে নয় আমেরিকায়। কোরবানি ঈদের পর থেকেই বিদেশে আছেন শাকিব।
বন্ধু-স্বজন ছাড়াও প্রেক্ষাগৃহে শাকিব খানের সঙ্গে ছিলেন সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ। সিনেমা দেখে কেঁদেছেন দর্শকরা, কেঁদেছেন শাকিব খানও।
নিজের অভিনীত সিনেমা প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে বসে শেষ কবে দেখেছেন শাকিব খান, সেটা মনে করাই কঠিন। তবে প্রিয়তমা সিনেমা৷ ক্ষেত্রে এটি হলো। নিউ ইয়র্কের জামাইকা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখেন শাকিব খান।
সিনেমা দেখা এবং দর্শকদের সঙ্গে কথা বলার কিছু ভিডিও, স্থিরচিত্র প্রকাশ পেয়েছে অনলাইনে। পরিচালক হিমেল আশরাফও ভিডও শেয়ার করেছেন।
দেশে তো বটেই, দেশের বাইরেও ভালো ব্যবসা করছে প্রিয়তমা। আমেরকায় চতুর্থ সপ্তাহে চলছে সিনেমাটি। ২ আগস্ট থেকে ফ্রান্সের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে প্রিয়তমা।
কোরবানির ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমা মুক্তির পর পরই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব। এখনও সেখানেই আছেন।
সম্প্রতি প্রাক্তন স্ত্রী অভিনেত্রী অপু বিশ্বাস ও বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে আমেরিকায় দারুণ সময় কাটিয়েছেন কিং খান।