দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপে শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় ৯ মাস হতে চলল। তবে এখনও রয়ে গেছে তার রেশ। কাতার বিশ্বকাপে আলোচিত এবং বিতর্কিত একটি ম্যাচ ছিল আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল। কথার লড়াই দিয়ে শুরু হওয়া ওই ম্যাচে মাঠের খেলায়ও ছিল উত্তেজনার ঝাঁজ। ম্যাচটিতে ১৮ বার কার্ড বের করতে হয়েছিল রেফারিকে।
এবার সেই ম্যাচ নিয়ে মুখ খুলেছেন ডাচ কোচ ফন গাল। করেছেন বিস্ফোরক এক মন্তব্য। ডাচ এই কোচ অভিযোগ করে বলেছেন, মেসিকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ জেতানো হয়েছে!
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে ডাচ কোচ ফন গাল বলেছিলেন, ‘আর্জেন্টিনার পায়ে যখন বল থাকে না, মেসি তখন কিছুই করেন না’। এই কথায় বেশ অপমানিত হয়েছিলেন মেসি। আর তাই সেই ম্যাচে গোল করে ফন গালের উদ্দেশে দুই কানে হাত দিয়ে সেলিব্রেশন করেছিলেন আর্জেন্টাইন তারকা। ম্যাচ শেষে মেসি জানিয়েছিলেন, ডাচ কোচ ফন গালের কথায় অপমানিত হয়ে এমনটা করেছিলেন তিনি।
সেই ম্যাচ হারের পর গণমাধ্যমে কখনো বিষয়টি নিয়ে কথা বলেননি ফন গাল। তবে এবার নিজ দেশের গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফন গাল বলেন, ‘নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি পূর্বপরিকল্পিত ছিল। মূলত মেসিকে বিশ্বকাপ জেতাতেই এমনটা করা হয়েছিল!
এদিকে ডাচ কোচের এমন মন্তব্যর পর ক্ষেপেছেন মেসি ভক্তসহ নেটিজেনরা। ফন গালের মন্তব্যকে অনেকেই ‘আঙ্গুর ফল টক’ বলছেন। তবে এ ধরনের অভিযোগ সরাসরি ফিফার বিরুদ্ধে গেলেও, এখনও কোন বক্তব্য দেয়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।