দেশে আওয়ামী লীগ সরকার থাকলে এই দেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চাঁদপুরে শিক্ষামন্ত্রী আছে না? ওই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ডিসি অভিযোগ দিয়েছেন। তার লোকজন ৩৬৫ কোটি টাকা লুটপাট করেছে। চাঁদপুরের ৬ হাজার কোটি টাকার বালু খেয়ে ফেলেছে। এরা সব কিছু শুধু খায়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় বিএনপির একদফা দাবিতে তারুণ্যের রোডমার্চ শুরুর আগে পথসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এবার ভোট চোরকে ক্ষমতায় রাখা যাবে না। আজকে জনগণ জেগে ওঠেছে। সমস্ত বাংলাদেশের মানুষ জেগে ওঠেছে। আমাদের তো দাবি একটাই, আমরা ভোট দিতে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ওরা বলে- না, আমার ভোট আমি দেব, তোমরাটও আমি দেব। এটা কি আমরা হতে দেব? এইবার আমাদের ভোট আমরাই দেব। এই ভোট চোর আগের রাতে ভোট চুরি করে। ভোট চুরি আর করতে দেওয়া হবে না। আজকের এই রোডমার্চ আমাদের শান্তিপূর্ণ করতে হবে।
তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করে দেন। নিরপেক্ষ-নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেন। একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করে দেন। অন্যথায় জনগণ জানে কী করে আপনাদেরকে ক্ষমতা থেকে নামাতে হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত রোডমার্চ পূর্ব পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্ল্যাহ বুলু, বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, শ্রম বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহেরসহ আরও অনেকে। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন।