দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে।
সোমবার সকাল থেকে সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে চতুর্থ দিনের মতো যাচাই-বাছাই চলছে। দিনভর চলবে শেষ দিনের যাচাই-বাছাইয়ের কার্যক্রম।
শুরুর দিকে ঢাকা-৫ আসনে ২২ জনের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়।
এতে আওয়ামী লীগের হারুনুর রশীদ মুন্না, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল (সাবেক এমপি হাবিবুর রহমান মোল্লার ছেলে), স্বতন্ত্র প্রার্থী কাজী মনিরুল ইসলাম (বর্তমান এমপি)-সহ ১০ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। তবে একই আসনের ৯ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। আর প্রয়োজনীয় কাগজ জমা দিতে তিন জন প্রার্থীকে দুই ঘণ্টা সময় দেওয়া হয়।
ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ পর্যন্ত মোট ১৫টি আসনের মনোনয়ন আজ যাচাই-বাছাই করা হবে বলে জানা গেছে।
৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ধরে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।