সিটি এফকের সহযোগিতায় বিটার আয়োজনে আজ নগরীর চেরাগী পাহাড় চত্বরে তামাকের বিভিন্ন দিক উপস্থাপন করেন কবিয়াল ইউসুফ এবং কবিয়াল রতন বড়ুয়া।
গত ১৫ এপ্রিল তামাকমুক্ত চট্টগ্রাম নগরী গড়তে সাংস্কৃতিক প্রচারনা শুরু করে বিটা। নগরীর ৪১টি ওয়ার্ডে চট্টগ্রামের ৮২টি লোকজ ঐতিহ্য কবিগানের মাধ্যমে তামাকমুক্ত চট্টগ্রাম নগরী গড়তে সচেতনতার কাজ করে যাচ্ছে বিটা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি