টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিন যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা মানবপাচার মামলার আসামি ছিল।
সোমবার রাতে টেকনাফ উপজেলার মহেষ খালিয়াপাড়া নৌকা ঘাটে এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, রাতে পলাতক আসামিদের ধরতে পুলিশের একটি দল ওই স্থানে পৌঁছায়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মানবপাচারকারী দলের সদস্যরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে তিন জন নিহত হয়। ঘটনাস্থল থেকে ৩টি এলজি ও ১৫টি গুলি উদ্ধার করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি