নিউজ ডেস্ক / বিজয় টিভি
সরকারি সফরে আগামী পহেলা জুলাই চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের গ্রীষ্মকালীন বৈঠকেও যোগ দেবেন তিনি।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ওই দিন বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি১৭২০ বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় মধ্যরাতে চীনের লিয়াওনিং প্রদেশের ডালিয়ান ঝোউশুইঝি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সফরের দ্বিতীয় দিন সকালে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের গ্রীষ্মকালীন বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া, ৫ জুলাই বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। রাতে চীনা প্রেসিডেন্টের দেয়া নৈশভোজে অংশ নেবেন তিনি। ৬ জুলাই প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি