চট্টগ্রাম নগরীর বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী ৩২ পরিবারকে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
রৌফাবাদ এলাকা সংলগ্ন মিয়ার পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হয়। এ সময় ১১টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে। চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ফোরকান এলাহি অনুপম জানান, পাহাড় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় সিএমপি, র্যাব, কর্ণফুলি গ্যাস লিমিটেড, পিডিবি, ওয়াসা, সিডিএ, সিটি করপোরেশনের প্রতিনিধি এবং পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি