বোয়ালখালীতে যৌতুকের দাবীতে গৃহবধু নির্যাতনের অভিযোগে মেসকাত উদ্দিনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে ভুক্তভোগী গৃহবধু ।
সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ইয়াছমিন। অভিযোগে বলা হয়, ২০১৪ সালে চরখিজুরপুর গ্রামের বাসিন্দা মেসকাত উদ্দিন রাশেদের সাথে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর জানতে পারেন স্বামী পরকিয়ায় আসক্ত। একপর্যায়ে ইয়াছমিনের পরিবারের কাছে যৌতুক দাবী করে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন রাশেদ। গত ২৪ মার্চ মেসকাতের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে মামলা দায়ের করেন ভুক্তভোগী ইয়াছমিন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি